শিপিং টার্মস দ্বারা মূলত শিপমেন্ট প্রসিডিউর কে বোঝানো হয়। অর্থাৎ আমদানি-রপ্তানি ব্যবসাগুলোতে আপনার পণ্যের শিপমেন্ট টা কেমন হবে, তা শিপিং টার্মস দ্বারা নির্ধারণ করা হয়। এই টার্মসগুলোতেই উল্লেখ থাকে একটা পণ্য শিপমেন্ট হওয়ার সময় বায়ার এবং সাপ্লায়ার কার কি দায়িত্ব বা কার কি কাজ? এবং এই শিপমেন্টে কে কোন খরচ টা বহন করবে। তাই এই বাণিজ্যগুলো করার জন্য শিপিং টার্মসগুলো সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা জরুরী।
আই সি সি বা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সবশেষ সংস্কার অনুযায়ী বর্তমানে চারটা ক্যাটাগরিতে মোট এগার ধরনের শিপিং টার্মস আছে।
ক্যাটাগরিগুলো হলো যথাক্রমেঃ সি, ডি, ই এবং এফ।
সি- ক্যাটাগরির শিপিং টার্মস সমূহঃ সি ক্যাটাগরিতে মোট চারটি শিপিং টার্মস আছে।
01. CPT – Carraige paid to
02. CIP – Carraige and Insurance paid to
03. CFR/CNF – Cost and Freight
04. CIF – Cost, Insurance and Freight
সিপিটিঃ সিপিটি এই শিপিং টার্মস টি শুধুমাত্র বাই রোড এবং বাই এয়ার এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আপনার পণ্যটি যখন বাই রোড বা বাই এয়ার এ আসবে তখনই আপনি এই টার্মস টি ব্যবহার করতে পারবেন। এই টার্মস এ আপনার পণ্যের মূল্যসহ ফ্রেইট কস্ট যোগ করা আছে। সাপ্লায়ার কান্ট্রি থেকে শুরু করে আপনার দেশের ডেসটিনেশান পোর্ট পর্যন্ত।
সিআইপিঃ সিআইপি ও সেইম সিপিটি এর মত। শুধুমাত্র এখানে বাড়তি হিসেবে ইন্সুরেন্স খরচ টি যোগ করা আছে।
সিএফআর/সিএনএফঃ এই দুটোর অর্থ একই, কস্ট এন্ড ফ্রেইট। এই শিপিং টার্মস টি শুধুমাত্র বাই সী’র ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আপনার পণ্যটি যখন বাই সী’তে শিপমেন্ট হবে তখনই আপনি এই টার্মস টি ব্যবহার করতে পারবেন। এই টার্মস এ আপনার পণ্যের মূল্যসহ কন্টিনার ভাড়া এবং জাহাজ ভাড়া সব যোগ করা আছে। সাপ্লায়ার কান্ট্রি থেকে শুরু করে আপনার দেশের ডেসটিনেশান পোর্ট পর্যন্ত।
সিআইএফঃ সিআইএফ ও সেইম সিএফআর/সিএনএফ এর মত। শুধুমাত্র এখানে বাড়তি হিসেবে ইন্সুরেন্স খরচ টি যোগ করা আছে।
বিঃদ্রঃ সি ক্যাটাগরির প্রথম দুটো শিপিং টার্মস সিপিটি ও সিআইপি শুধুমাত্র বাই রোড বা বাই এয়ার শিপমেন্ট এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। পরের দুটো শিপিং টার্মস অর্থাৎ সিএফআর/সিএনএফ এবং সিআইএফ শুধুমাত্র বাই সী’র ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ফ্রি কোর্সটি দেখে আসতে পারেন।
ডি- ক্যাটাগরির শিপিং টার্মস সমূহঃ ডি ক্যাটাগরিতে মোট তিনটি শিপিং টার্মস আছে।
01. DAP – Delivery at place
02. DPU – Delivery at place unloaded
03. DDP – Delivery Duty Paid
ডিএপিঃ এই শিপিং টার্মস টি বাই এয়ার, বাই রোড, বাই সী সব ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে সব ধরনের খরচ ইনক্লুড করা আছে। শুধুমাত্র বায়ারের দেশের কাস্টমস খরচ এবং পণ্যটি ওয়্যার হাউসে আনলোড করার খরচ টি ছাড়া।
ডিপিইউঃ এই শিপিং টার্মস টি ও সেইম ডিএপি’র মত, এটিও সবক্ষেত্রে প্রযোজ্য। এখানে সব ধরনের খরচ সংযুক্ত করা আছে। শুধুমাত্র বায়ারের দেশের কাস্টমস খরচ টি ছাড়া।
ডিডিপিঃ এই শিপিং টার্মস টি আরো বেশি মজার। এখানে সব ধরনের খরচ সংযুক্ত করা আছে। শুধুমাত্র বায়ারের ওয়্যার হাউসে পণ্যটি আনলোড করার খরচ টি ছাড়া।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ফ্রি কোর্সটি দেখে আসতে পারেন।
ই-ক্যাটাগরিঃ ই ক্যাটাগরিতে একটি মাত্র শিপিং টার্মস আছে।
01. EXW – Ex Work
এক্স ওয়ার্কঃ যেকোন সাপ্লায়ারের জন্য এই শিপিং টার্মস টি খুবই রিলাক্সএ্যাভল। এ্যাস এ সাপ্লায়ার এই শিপিং টার্মস এ কাজ করলে আপনাকে কোন ধরনের পেইন নিতে হবে না। শুধুমাত্র আপনার পণ্যের উৎপাদন খরচের সাথে আপনার টার্গেট প্রফিট যোগ করে এই শিপিং টার্মস এ কাজ করতে পারেন। বাকি সকল ধরনের লজিস্টিক কস্ট সহ যাবতীয় সকল খরচ বায়ার বহন করবে।
এফ- ক্যাটাগরির শিপিং টার্মস সমূহঃ এফ ক্যাটাগরিতে মোট তিনটি শিপিং টার্মস আছে।
01. FCA – Free Carrier
02. FAS – Free Alongside Ship
03. FOB – Free on Board
এফসিএঃ এই শিপিং টার্মস টি সকল ধরনের শিপিং মুড এর জন্য প্রযোজ্য। এখানে সাপ্লায়ার তার প্রোডাক্ট কস্ট এর সাথে তার দেশের লজিস্টিক কস্ট সহ কাস্টমস কস্ট যোগ করবেন। বাকি সকল খরচ বায়ারকে বহন করতে হবে।
এফএএসঃ ফ্রি এলংসাইড শীপ এটার ফুল ফর্ম দেখেই বুঝতে পারছেন। এটা শুধুমাত্র সী শিপমেন্ট এর জন্য প্রযোজ্য। এখানেও সাপ্লায়ার তার প্রোডাক্ট কস্ট এর সাথে তার দেশের লজিস্টিক কস্ট সহ কাস্টমস কস্ট যোগ করবেন। বাকি সকল খরচ বায়ারকে বহন করতে হবে।
এফওবিঃ ফ্রি অন বোর্ড, এটাও শুধুমাত্র সী শিপমেন্ট এর জন্য প্রযোজ্য। এখানে সাপ্লায়ার তার প্রোডাক্ট কস্ট এর সাথে তার দেশের সকল লজিস্টিক, কাস্টমস সহ পণ্যটি জাহাজে উঠানো পর্যন্ত সকল কস্ট বহন করবেন। পন্যটি অন বোর্ড হওয়ার পর থেকে বাকি সকল খরচ বায়ারকে বহন করতে হবে।
আশাকরছি এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং ব্যবসার শিপিং টার্মসগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি।
তবুও যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ফ্রি কোর্সটি দেখে আসতে পারেন।
আজকের জন্য; আল্লাহ হাফেজ…