ওয়েল, আজকের ব্লগে আমরা আলোচনা করবো আমদানি এবং রপ্তানি ব্যবসায় কত ধরনের কন্টেইনার আছে? কখন আমাদের কোন কন্টেইনারটি ব্যবহার করা উচিত, কোন কন্টেইনারের কাজ কি? কোন কন্টেইনারে কতটুকু জায়গা থাকে? এসব খুটিনাটি বিষয়গুলো নিয়ে। আসলে আমদানি ও রপ্তানি ব্যবসায় কন্টেইনারকে প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়।
প্রথমত, কন্টেইনারের আয়তনের উপর ভিত্তি করে…
দ্বিতীয়ত, কন্টেইনারের ধরনের উপর ভিত্তি করে…
আয়তনের উপর ভিত্তি করে কন্টেইনার সমূহঃ
আয়তনের উপর ভিত্তি করে সাধারণত ছয় থেকে সাত ধরনের কন্টেইনার দেখা যায়।
কন্টেইনারগুলো হলোঃ
1. 10 ফিট কন্টেইনার।
2. 20 ফিট কন্টেইনার।
3. 20 ফিট হাই কিউব কন্টেইনার।
4. 40 ফিট কন্টেইনার।
5. 40 ফিট হাই কিউব কন্টেইনার।
6. 45 ফিট হাই কিউব কন্টেইনার।
10 Feet Container:
Length: 10 feet, Width 8 feet, Height 8.6 feet.
20 Feet Container:
Length: 20 feet, Width 8 feet, Height 8.6 feet.
20 Feet HQ – (High Cube) Container:
Length: 20 feet, Width 8 feet, Height 9.6 feet.
40 Feet Container:
Length: 40 feet, Width 8 feet, Height 8.6 feet.
40 Feet HQ – (High Cube) Container:
Length: 40 feet, Width 8 feet, Height 9.6 feet.
45 Feet HQ – (High Cube) Container:
Length: 45 feet, Width 8 feet, Height 9.6 feet.
এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের ফ্রি কোর্সটি দেখতে পারেন।
এবার চলুন একটু দেখে আসি এই কন্টেইনারগুলোর ভিতর কেমন পরিমান জায়গা থাকে?
এসব কন্টেইনারের ভিতর যে পরিমান জায়গা থাকে, সেটা কে মূলত সিবিএম এ প্রকাশ করা হয়। সিবিএম মিনস, কিউবিক মিটার। সাধারণত প্রত্যেকটা কন্টেইনারের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে গুণ করে এই কিউবিক মিটার বের করা হয়।
10 Feet = 15 CBM
20 Feet = 33 CBM
20 Feet HQ = 37 CBM
40 Feet = 66 CBM
40 Feet HQ = 76 CBM
45 Feet HQ = 85 CBM
আপনি যখন ফুল কন্টেইনার ইমপোর্টা বা এক্সপোর্টা করবেন সেক্ষেত্রে কোন সমস্যা নেই। বাট আপনি যখন অল্প পরিমান ইমপোর্টা বা এক্সপোর্টা করবেন সেক্ষেত্রে আপনাকে সিবিএম অনুযায়ী ভাড়া দিতে হবে।
এবার আমরা জানবো ধরনের উপর ভিত্তি করে কন্টেইনার সমূহঃ
ধরনের উপর ভিত্তি করে সারা পৃথিবীতে বেশ কয়েক ধরনের কন্টেইনার দেখা যায়। তার ভিতর আমি কয়েকটি কন্টেইনার নিয়ে আলোচনা করবো। যেগুলো সবথেকে বেশি প্রচলিত। তো চলুন নিচে চোখ বুলাই…
1. জেনারেল/ড্রাই কন্টেইনারঃ সারা পৃথিবীতে যত কন্টেইনার ব্যবহার করা হয়, এই কন্টেইনারটি হচ্ছে মোস্টলি কমন এন্ড হাইলি ইউজড কন্টেইনার। সচরাচর যেসব কন্টেইনার দেখেন, এই কন্টেইনারটি ই বেশি চোখ পড়ে। যেকোন শুকনো এবং রেগুলার কার্গোর জন্য এই কন্টেইনারটি ব্যবহার করা হয়।
2. রেফার/রেফ্রিজারেটেড কন্টেইনারঃ নাম দেখেই বুঝতে পারছেন। যেসব পণ্য ফ্রিজার্ব করতে হয়। সেই সব পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে এই কন্টেনারটি ব্যবহার করা হয়।
3. ওপেন সাইড কন্টেইনারঃ এই ধরনের কন্টেইনার গুলোর সাধারণত দুই পাশ খোলা থাকে। যাতে করে কার্গো ইজি এক্সেস করা যায়।
4. ওপেন টপ কন্টেইনারঃ নাম দেখেই বুঝতে পারছেন, এই ধরনের কন্টেইনার গুলোর উপরের অংশ খোলা থাকে। এই কন্টেইনার গুলো ব্যবহার করা হয় সাধারণত ওভার সাইজড কার্গোর ক্ষেত্রে এবং এতে কার্গোর ইজি এক্সেস ও হয়।
5. হাফ হাইট কন্টেইনারঃ এই ধরনের কন্টেইনার গুলোর সাধারণত ফুল হাইট থাকে না। এই কন্টেইনার গুলো ব্যবহার করা হয় যেসব পণ্যের উচ্চতা কম এবং হেভি ওয়েট। এই সব পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে এই কন্টেইনারটি ব্যবহার করা হয়।
6. ডাবল ডোর কন্টেইনারঃ এই কন্টেইনার গুলোর দুই পাশে দরজা থাকে। যাতে করে পণ্য লোডিং এবং আন-লোডিং এ সহজ হয়। এই ধরনের কন্টেইনার গুলো সাধারণত ব্যবহার করা হয় মোটরযান আনা-নেওয়ার ক্ষেত্রে।
7. ফ্ল্যাট রেক কন্টেইনারঃ এই কন্টেইনার গুলোর সাধারণত নিচের পাটাতন টাই থাকে। এগুলো ব্যবহার করা হয় খুব বড় এবং হেভি ওয়েট কার্গোর ক্ষেত্রে। তাছাড়া যেসব পণ্যের ইরেগুলার শেপড থাকে ঐসব পণ্যের ক্ষেত্রে এই কন্টেইনারটি ব্যবহার করতে হয়।
8. ট্যাংক কন্টেইনারঃ এই কন্টেইনার গুলো ট্যাংক আকারে হয়ে থাকে। এগুলো ব্যবহার করা হয় সাধারণত তেল, গ্যাস যেকোন ধরনের লিকুইড জাতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে।
9. ইনসুলেটেড/থার্মাল কন্টেইনারঃ এই কন্টেইনার গুলো তখন ই ব্যবহার করা হয়; যখন কন্টেইনারের ভিতরে থাকা পণ্যের জন্য টেম্পারেচার নিয়ন্ত্রণের ব্যাপার থাকে। অর্থাৎ যখন কোন পণ্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় পরিবহনের প্রয়োজন হয়। তখন এই ধরনের কন্টেইনার ব্যবহার করা হয়।
10. ভেন্টিলেটেড কন্টেইনারঃ যদি কখন এমন হয় যে আপনি এমন পণ্য পরিবহন করছেন যেখানে কন্টেইনারের ভিতরে বাতাস চলাচলের প্রয়োজন হবে; সেসব ক্ষেত্রে এই ধরনের কন্টেইনার ব্যবহার করতে হয়।
তো আশাকরি আজকের ব্লগের মাধ্যমে আপনাদের কন্টেইনারের খুটিনাটি ব্যাপারগুলোর সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। এছাড়াও আপনারা বুঝতে পেরেছেন কখন আপনার কোন ধরনের পণ্যের জন্য কোন কন্টেইনার টি ব্যবহার করতে হবে।
এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের ফ্রি কোর্সটি দেখতে পারেন।