আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে টুকটাক ধারণা রাখেন, অথচ এলসি শব্দটি শোনেন নি এমন মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। এলসি, এ শব্দটা শুনলেই অনেকে এটাকে রকেট সাইন্স ভেবে থাকেন। এলসি আসলে খুব জটিল এবং কঠিন কিছুই না। খুবই সহজ ভাষায় বললে এলসি হলো কতগুলো টার্মস এন্ড কন্ডিশান বা ধারার সমষ্টি। যার ফুল ফর্ম হলো লেটার অব ক্রেডিট, বাংলায় যেটাকে ঋণপত্র বলা হয়। এই এলসিতে এমন কতগুলো ধারা থাকে যার উপর ভিত্তি করে একজন আমদানিকারক তার পণ্য আমদানি করে থাকেন এবং একজন রপ্তানিকারক তার পণ্য রপ্তানি করে থাকেন। এটা ব্যাংক থেকে ইস্যু করা ৩ থেকে ৪ পৃষ্টার একটা ডকুমেন্টস মাত্র।
বর্তমান আন্তর্জাতিক মার্কেটে বেশ কয়েক ধরনের এলসি দেখা যায়। তার থেকে বাচাই করে আমরা আজ মোটামুটি দশ ধরনের এলসি নিয়ে আলোচনা করবো।
লেটার অফ ক্রেডিট (এলসি) হল সেই ধরনের নথি বা ডকুমেন্টস যা বিক্রেতাকে ক্রেতার কাছ থেকে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। আর এই পুরো প্রক্রিয়াটি করা হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক এখানে দায়বদ্ধ থাকে কখনও যদি ক্রেতা অর্থ প্রদানে অক্ষম হয়, তখন ব্যাংক সে অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। যারফলে বিক্রেতা নিরাপদ থাকতে পারে। তাই সারা পৃথিবী ব্যাপী এই প্রক্রিয়া টা এত বেশি প্রচলিত। তো চলুন আমরা এলসি গুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি…
1. অপরিবর্তনীয় এলসিঃ বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই এই এলসি টি সবচেয়ে বেশি পপুলার। এই এলসি টি তে বিক্রেতার সম্মতি ছাড়া ক্রেতা কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করতে পারবেন না। যেকোন ধরনের সিদ্ধান্তের জন্য বিক্রেতার সম্মতি লাগে।
2. প্রত্যাহারযোগ্য এলসিঃ এই এলসি টি আগের এলসি টির ঠিক বিপরীত হিসেবে কাজ করে। এখানে ক্রেতা চাইলে বিক্রেতাকে না জানিয়ে এলসি বাতিল করে দিতে পারেন। এলসি বাতিল করা হলে সুবিধাভোগীর প্রতি ব্যাংকের কোনো দায় থাকবে না। যা বিক্রেতার জন্য খুবই বিপদজনক। তাই এ ধরনের এলসির প্রচলন খুব একটা দেখা যায় না।
3. স্ট্যান্ড-বাই এলসিঃ এই এলসি টা অনেক টা ব্যাংক গ্যারান্টির মত। কোন কারণে ক্রেতা যদি বিক্রেতাকে অর্থ প্রদানে ব্যর্থ হয়, তখন ব্যাংক গ্যারান্টার হিসেবে বিক্রেতাকে এই অর্থ প্রদানে বাধ্য থাকে।
4. নিশ্চিতকরণ এলসিঃ এই এলসি তে ক্রেতা-বিক্রেতার ব্যাংক ছাড়াও তৃতীয় অন্য কোন ব্যাংক দ্বারা পেমেন্ট এর ব্যাপারটি নিশ্চিত করা হয়। যাতে করে যদি এলসি ইস্যুকারী ব্যাংক অর্থপ্রদানে কোন ধরনের সমস্যা তৈরি করে, সেক্ষেত্রে কনফার্ম করা তৃতীয় ব্যাংকটি অর্থপ্রদানে বাধ্য থাকে।
5. অনিশ্চিত এলসিঃ এটা নিশ্চিতকরণ এলসি’র বিপরীতে কাজ করে। যেখানে তৃতীয় কোন ব্যাংক কনফার্ম করে না। শুধুমাত্র এলসি ইস্যুকারী ব্যাংক এই এলসি‘র অর্থ পরিশোধের জন্য দায়ী থাকবে।
6. হস্তান্তরযোগ্য এলসিঃ এই এলসির সবথেকে বড় সুবিধা হলো কখন যদি এমন হয় যে, বিক্রেতা সবপন্য ক্রেতাকে দিতে পারছে না। তার কিছু পন্য অন্যদের কাছ থেকে কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে এই এলসি টি সে ট্রান্সফার করতে পারবে। তাতে করে বার বার এলসি ওপেন করার ঝামেলা পোহাতে হবে না।
7. ব্যাক-টু-ব্যাক এলসিঃ এর মানে হলো একটা এলসির এগিনেস্টে আরেকটা এলসি ওপেন করা। ব্যাপারটা আমি আমার মত করে একটু বুঝিয়ে বলি, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি একজন এক্সপোর্টার, আপনি কিছু টি-শার্ট বিক্রির আদেশ পেয়েছেন। এখন আপনার কাছে টি শার্ট তৈরি করার কাপড় আছে। কিন্তু বোতাম আর জিপার নেই। এখন কি করতে হবে? বোতাম আর জিপার আমদানি করে শার্ট তৈরি করে তারপর এক্সপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যে এলসি টা পেয়েছেন, তার এগিনেস্টে আরেকটা এলসি ওপেন করতে পারবেন বোতাম এবং জিপারের জন্য। এটাই হলো ব্যাক টু ব্যাক এলসি। তবে শর্ত থাকে যে পরবর্তী এলসি ভ্যালু অবশ্যই পূর্ববর্তী এলসি ভ্যালুর চেয়ে কম হবে।
8. পেমেন্ট এ্যাট সাইট এলসিঃ এই এলসি’র কাজ হলো শিপমেন্ট হওয়ার পরে এলসি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরে অবিলম্বে (সর্বোচ্চ 7 দিনের মধ্যে) বিক্রেতাকে অর্থ প্রদান করা হয়।
9. বিলম্বিত পেমেন্টঃ এই এলসি অনুসারে ডকুমেন্টস জমা দেওয়ার সময় বিক্রেতাকে অর্থ প্রদান করা হয় না। এই পেমেন্ট টি করতে হয়ে এলসি তে উল্লেখিত নির্দিষ্ট সময় পরে। বেশিরভাগ ক্ষেত্রে পণ্য পাওয়ার পর অর্থ প্রদান করা হয়।
10. রেড ক্লজ এলসিঃ এই এলসির মুখ্য বিষয় হলো বিক্রেতা এলসি রিসিভড করার পর পণ্য শিপমেন্ট বা চালান সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার আগে ক্রেতার কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ নিতে পারেন। আর এই অগ্রিম অর্থ নেওয়ার ক্লজ টি লাল কালিতে প্রিন্ট করা হয়। যাতে সকলের দৃষ্টিগোচর হয়। সেজন্যই একে বলা হয় রেড ক্লজ এলসি। এই ধরনের এলসি সাধারনত করা হয়, বায়ার এবং সেলারের ভিতর যখন বোঝা পড়া টা ভালো থাকে তখন।
কোন এলসি’র কি কাজ? বা কোন এলসি’টি ঠিক কিভাবে কাজ করে, সেটা আশাকরি বুঝতে পেরেছেন। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনার জন্য কখন কোন এলসি টি উপযুক্ত।
এলসি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফ্রি কোর্সটি দেখতে পারেন।