কোম্পানির একটা চমৎকার নাম কতটা গুরুত্ব বহন করে! একটা যুতসই নামে আপনি কতটা বেনিফিট পেতে পারেন?

আমদানি, রপ্তানি ইনডেন্টিং ব্যবসায় আজকে খুবই ইন্টারেস্টিং এবং ইমপর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো, এসব ব্যবসায় কোম্পানির নামকরণ নিয়ে। নামকরণের স্বার্থকতা এই দুইটা ওয়ার্ডের সাথে আই হোপ আপনারা সবাই পরিচিত। তাই স্বার্থকতা নিয়ে নয়, আজকে আমরা ব্যর্থতা নিয়ে কথা বলবো। একটা ভুল নাম আপনার কোম্পানিকে, আপনাকে, আপনার প্রোডাক্টকে, আপনার কোয়ালিটিকে কাস্টমারদের কাছে কতটা প্রশ্নবিদ্ধ করবে। বলতে পারেন কিভাবে? নিচে আসেন, খুলে বলি… J

 

আমার কাছ মনে হয় ব্যবসার ক্ষেত্রে নামকরণ কতটা ইমপর্টেন্ট, তা যদি আমরা বুঝতে পারতাম। তাহলে কোম্পানি শুরু করার মিনিমাম ছয় মাস আগে থেকে নাম নিয়ে ভাবতে থাকতাম। আসলে ব্যবসা ছোট হোক কিংবা বড়, স্থানীয় কিংবা ইন্টারন্যাশনাল। নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

 

দেখুন যেকোন একটা কোম্পানির ক্ষেত্রে নামটা কোম্পানির আইডেনটিটি, এটাই কোম্পানির ব্র্যান্ড, এ নামেই মানুষ তাকে চিনবে। সো এটার ক্ষেত্রে ইউ হেভ টু বি সিরিয়াস।

 

ব্যবসা প্রতিষ্ঠানের নামে মেসার্স, ট্রেডার্স এবং এন্টারপ্রাইজ এর ব্যবহার

 

মেসার্স, বাসা থেকে বের হলে ডানদিকে প্রথম যে ছোট্ট মুদি দোকানটা আছে, তার সাইনবোর্ডঃ মেসার্স মা-মণি এন্টারপ্রাইজ। আমি দেখি আর হাসি, অনেকে দেখে কিন্তু হাসে না। তাই মাঝে মাঝে নিজেকে এককভাবে পাগল মনে হয়। একটু সামনে গেলে ঔষধের যে দোকান টা আছে, সেটার সাইনবোর্ডঃ মেসার্স জননী ফার্মেসী। এবারও নিজেকে পাগল বানাই। আসুন মূল কথায়…

 

মেসার্স শব্দটা আমাদের কাছ একটা অলিখিত সংবিধান বা অদৃশ্য নিয়ম হয়ে দাড়িয়েছে। যেকোন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলে আমাদের মেসার্স শব্দটা ব্যবহার করতেই হবে। আপনারা অনেকেই জানেন মেসার্স শব্দটা মূলত ফরাসি শব্দ মসিয়ার থেকে এসেছে। যার বাংলা অর্থ দাড়ায় জনাব। এই মসিয়ার এর ই ইংরেজী ভার্সন মিস্টার। যা ইংরেজ’রা ব্যবহার করতো। আর এই মিস্টারের বহুবচন হিসেবে মেসার্স শব্দের উৎপত্তি।  

 

তাই মেসার্স আপনি শুধুমাত্র সেই সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন, যেখানে একের অধিক পুরুষ মানুষ জড়িত আছে। যেমনঃ মেসার্স রহিম এন্ড সন্স বা মেসার্স করিম এন্ড ব্রাদার্স। দয়াকরে মেসার্স জননী, মেসার্স মা-মণি এসব আর ব্যবহার করবেন না। আমাদের মেয়েদেরকে টানাটানি করে পুরুষ বানানোর দরকার নাই। আশাকরি এবার বুঝতে পেরেছেন। আসুন এবার ট্রেডার্স নিয়ে বলি, -

 

ট্রেডার্স, ট্রেডার্স মূলত ইংরেজী শব্দ ট্রেড থেকে এসেছে। ট্রেড থেকে ট্রেডার আর ট্রেডার থেকে ট্রেডার্স। ট্রেডার্স বলতে মূলত সেই ধরনের প্রতিষ্ঠানকে বোঝায়। যেখানে একের অধিক ব্যাক্তি যারা নিজেরা কোন পণ্য উৎপাদন করে না। শুধুমাত্র বিভিন্ন সোর্স থেকে পণ্য এনে বেচা-কিনা করেন। এ ধরনের প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ট্রেডার্স শব্দটি ব্যবহার করতে পারেন। তাতে কোন গুণা হবে না আর আমার মত পাগলগুলোও হাসবে না।  

 

এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ এটাও একটা ইংরেজী শব্দ। যার বাংলা দাড়ায় উদ্যোগ বা কর্ম প্রচেষ্টা। সো নামের শেষে এন্টারপ্রাইজ ব্যবহার করতে পারেন। তাতে কোন সমস্যা নেই। আপনার উদ্যোগ বা প্রচেষ্টা টা মানুষ জানলো, এই আর কি।

 

 

দেখুন একটা চমৎকার জুতসই নাম আপনার কাজের 50% ডান করে দেই। তাই নামটা খুবই ইমপর্টেন্ট ব্যবসার ক্ষেত্রে। ইংরেজীতে একটা কথা আছে a meaningful name in the business is worth more than a million dollars. বুঝতেই পারছেন নামের গুরুত্ব কতখানি।

 

এক্ষেত্রে আমার সাজেশান হবে, আপনি যদি জানেন আপনি কোন ক্যাটাগরিতে বিজনেস করবেন। তাহলে নামটা ঐ ক্যাটাগরি রিলেটেড দেওয়াই ভালো। লাইক আপনি যদি (ফ্যাশন, বেবি প্রোডাক্টস, টয়স, ইলেক্ট্রনিক্স গুডস, ক্যামিক্যাল, ফুড প্রোডাক্টস) এসব ক্যাটাগরিতে বিজনেস করেন। তাহলে নামের সাথে ক্যাটাগরির ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন। তাতে করে আপনার কাস্টমারদের বুঝতে সুবিধা হবে এবং তারা নাম শুনেই আপনার বিজনেস কে রিলেট করতে পারবে।

 

আর যদি আপনি নাই জানেন আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা যদি এমন হয় যে আপনি কয়েকটা ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন তাহলে আপনাকে একটা হাইপোথেটিক্যাল নাম চুজ করতে হবে। যে নামটা গ্লামারিয়াস, মিনিংফুল হবে বাট স্পেসিফিক কিছু মিন করবে না। কি বোঝেন নাই ব্যাপারটা? না বুঝলে বা আরো বিস্তারিত জানতে ভ্রমণ করতে পারেন আমাদের সাইটের ফ্রি কোর্স এ। শুধুমাত্র আপনার ইমেইলটি ভেরিফাই করেই ফ্রি কোর্সটি উপভোগ করতে পারেন খুব সহজে। এবার আসুন দেখি, -

 

একটা চমৎকার, মিনিংফুল নাম আপনাকে কি কি বেনিফিট দিতে পারেঃ

 

1.      আপনার বিজনেস ক্যাটাগরি স্পেসিফিক করবে।

2.      কাস্টমার’রা আপনার প্রতিষ্ঠানকে খুব সহজে মনে রাখতে পারবে।

3.      আপনার বিজনেস আপনার প্রোডাক্ট/সার্ভিস এর ব্যাপারে কাস্টমারদের একটা স্বচ্ছ ধারণা তৈরী হবে।

4.      সহজেই কাস্টমার রা বিশ্বাস করবে।

5.      কনজ্যুমার লেভেলে গ্রহণযোগ্যতা পাবেন।

6.      সহজে ব্র্যান্ডিং ইমেজ তৈরী হবে।

7.      মার্কেট পজিশনিং করতে পারবেন।

8.      কাস্টমার পজিশনিং করতে পারবেন। 

 

এছাড়াও আরো বহু ধরনের ফ্যাসিলিটি পাবেন। যা সময়ই আপনাকে জানান দিবে।

 

তো আজকের ব্লগে ব্যাসিক্যালি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং বাণিজ্যে একটা প্রতিষ্ঠানের নাম কেমন হওয়া উচিত। একটা মিনিংফুল এবং বিজনেস রিলেটেড নাম থেকে আপনি কি কি সুবিধা পাবেন সেই প্রসঙ্গে।

 

আশাকরি এ ব্যাপারগুলোতে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি।

2024 Learners Lamp

গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলী