ইন্টারন্যাশনাল মার্কেটে ফেইক/স্কেমার বায়ার এবং সাপ্লায়ার চেনার এবং তাদের কাছ থেকে নিরাপদ থাকার উপায় সমূহ।

আন্তর্জাতিক বাজারে আমদানি, রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার পরিমান দিন দিন যত বেশি প্রসারিত হচ্ছে। ঠিক তার সাথে তাল মিলিয়ে স্কেমারদের সংখ্যাও বেড়ে চলছে। তাই যারা এই মার্কেটে নতুন ঢুকছেন তাদেরকে এইসব ব্যাপারে খুব বেশি সতর্ক হতে হবে। এই সতর্কতার জন্যই আমাদেরকে বুঝতে হবে কোন ধরনের প্রোডাক্টে সবচেয়ে বেশি স্কেম হয়? সবচেয়ে বেশি স্কেম হয় মূলত হাইলি কমন এবং বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্টগুলোতে। তারভিতর উল্লেক যোগ্য হলো সুগার, লেন্টিল, চিকপিস, হুইট, কর্ন, এ4 পেপার ইত্যাদি। এছাড়াও নতুন নতুন প্রোডাক্ট এর ক্ষেত্রে স্কেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এই ধরনের প্রোডাক্টগুলো আমদানির ক্ষেত্রে খুব বেশি সতর্ক হওয়া টা জরুরী।

 

এখন আপনার প্রশ্ন আসতে পারে কেন এই আইটেম গুলোতেই বেশি স্কেম হয়? ঐ যে, উত্তর আগেই বললাম… এই প্রোডাক্টগুলো খুবই কমন এবং এগুলোর কোয়ান্টিটি ও অনেক বেশি হয়। তাই এই ধরনের প্রোডাক্টগুলো স্কেম করাটা স্কেমারদের জন্য বেশি লাভজনক।

 

স্কেমারদের এ্যাকটিভিটিস এবং তাদের চিনার উপায়গুলোঃ

বর্তমান সময়ের স্কেমার’রা অনেক বেশি স্মার্ট। আমাদের এটা ভাবলে ভুল হবে যে প্রযুক্তি শুধু মাত্র আমরাই ব্যবহার করি। স্কেমার’রা আমাদের থেকেও আরো বেশি প্রযুক্তি ব্যবহার করে। তবুও আমি কিছু সিমটম আপনাদের সাথে শেয়ার করবো। যেগুলো আমি আমার কর্ম জীবনের অভিজ্ঞতা আর ধোকা খেয়ে শিখেছি। নিচে পয়েন্ট আকারে দিলাম।

01.  এরা সমসময় টি টি ইন এডভান্স মুডে প্রাইস কোট করবে।

02. স্কেমারদের প্রাইস কোটেশান খুবই আকর্ষণীয় হয়। দরুন বাজারে কোন একটা পণ্যের পার ইউনিট এর দাম আছে 5 ডলার। ওরা আপনাকে প্রাইজ কোট করবে 1.5 থেকে 2 ডলার। অধিক মুনাফা দেখিয়ে আপনাকে ফাদে ফেলবে।

03.  আপনি যদি এলসি এ্যাট সাইট নিয়েও কথা বলেন, তবুও তারা ঘুরেফিরে টি টি এর দিকে যাবে। সেক্ষেত্রে আপনাকে নানা রকম অজুহাত দেখাবে। তার কোম্পানি পলিসি অথবা ফার্স্ট ক্লাইন্ট এর সাথে টি টি ছাড়া কাজ করে না। এরকম নানা ইস্যু দাড় করাবে।

04.  তারা জেনুইন কোম্পানি গুলোকে নকল করে আপনার সাথে প্রতারণা করবে।

05.  এক্ষেত্রে তারা জেনুইন ওয়েব সাইট ব্যবহার করবে।

06.  অনেক স্কেমার আরো একধাপ এগিয়ে, তারা নিজেরাই ওয়েব সাইট তৈরী করবে, শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে। যা আপনি বুঝতেই পারবেন না।

07.  জেনুইন কোম্পানির নাম ব্যবহার করে ইমেইল আই ডি তৈরী করবে।

08.  রপ্তানির ক্ষেত্রে আপনার প্রোডাক্ট তার দেশে এনলিস্টেড করতে হবে। সেজন্য পেমেন্ট করতে হবে। এভাবেও আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে।

09.  আপনাকে টি টি পাঠানোর জন্য প্রেসার ক্রিয়েট করবে।

10.  অনেক সময় এমনও হবে। তারা বলবে আপনার এলসি একসেপ্ট করবে বাট আগে কিছু অংশ টি টি করে অর্ডার কনফার্ম করতে হবে।

স্কেমার’রা এ জাতীয় নানা ইস্যু দাড় করিয়ে স্কেম করে থাকে। সময়ের সাথে সাথে আরো নতুন নতুন ইস্যু তারা সামনে নিয়ে আসে। আমি আমার ইনকোর্সে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রাকটিক্যাল দেখিয়েছি। আশাকরি সেখান থেকে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন।

এছাড়াও এই ব্যবসাগুলো সম্পর্কে নানান বিষয় জানতে আমাদের ফ্রি কোর্সটি এনজয় করতে পারেন শুধুমাত্র আপনার ইমেইল টি ভেরিফিকেশানের মাধ্যমেই।  

2024 Learners Lamp

গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলী