ব্যবসা বাণিজ্যে কোম্পানি কত ধরনের হয়? এগুলো কিভাবে নির্ধারণ করা হয়?

ব্যবসা বাণিজ্য করেন, অথচ এখানে একটা কোম্পানি কত ধরনের হয় বা কিভাবে হয়? সেটা যদি না জানেন, নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন? আমার মনে হয় না! আসুন আজকে আমরা ক্ষমা পাওয়ার রাস্তাটা খুজি।

 

আকৃতির দিক থেকে কোম্পানি বা এন্টারপ্রাইজ কত ধরনের হয়? 

আকৃতির দিক থেকে কোম্পানি বা এন্টারপ্রাইজ সাধারণত চার ধরনের হয়ে থাকে।

1.      মাইক্রো লেভেল এন্টারপ্রাইজ 

2.      স্মল এন্টারপ্রাইজ 

3.      মিডিয়াম এন্টারপ্রাইজ 

4.      লার্জ এন্টারপ্রাইজ 

 

মাইক্রো লেভেল এন্টারপ্রাইজ, যে ধরনের প্রতিষ্ঠানে সর্বনিম্ন একজন থেকে সর্বোচ্চ নয়জন মানুষ কাজ করে। এই ধরনের প্রতিষ্ঠানকে মাইক্রো লেভেল এন্টারপ্রাইজ বলা হয়।

 

স্মল এন্টারপ্রাইজ, যে ধরনের প্রতিষ্ঠানে সর্বনিম্ন দশজন থেকে সর্বোচ্চ উনপঞ্চাশ জন মানুষ কাজ করে। এই ধরনের প্রতিষ্ঠানকে স্মল এন্টারপ্রাইজ বলা হয়।

 

মিডিয়াম এন্টারপ্রাইজ, যে ধরনের প্রতিষ্ঠানে সর্বনিম্ন পঞ্চাশ জন থেকে সর্বোচ্চ দুইশত উনপঞ্চাশ জন মানুষ কাজ করে। এই ধরনের প্রতিষ্ঠানকে মিডিয়াম এন্টারপ্রাইজ বলা হয়।  

 

লার্জ এন্টারপ্রাইজ, যে ধরনের প্রতিষ্ঠানে সর্বনিম্ন দুইশত পঞ্চাশ জন থেকে ততোধিক মানুষ কাজ করে। এই ধরনের প্রতিষ্ঠানকে লার্জ এন্টারপ্রাইজ বলা হয়।

 

এবার আসুন দেখি অবস্থার দিক থেকে কোম্পানি কত ধরনের হয়?

 

অবস্থার দিক থেকে কোম্পানির ধরনঃ

অবস্থার দিক থেকে কোম্পানি সাধারণত চার ধরনের হয়ে থাকে।

 

1.      সোল প্রোপ্রাইটরশীপ কোম্পানি । 

2.      পার্টানারশীপ কোম্পানি।

3.      প্রাইভেট লিমিটেড কোম্পানি। 

4.      পাবলিক লিমিটেড কোম্পানি । 

 

সোল প্রোপ্রাইটরশীপ কোম্পানিঃ এটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন, যে ধরনের প্রতিষ্ঠানে ‍শুধুমাত্র একজন মালিক থাকে, এই ধরনের কোম্পানিকে সোল প্রোপ্রাইটরশীপ  কোম্পানি বলা হয়।

 

পার্টানারশীপ কোম্পানিঃ যে ধরনের প্রতিষ্ঠানে দুই বা ততোধিক মালিক থাকে, এই ধরনের কোম্পানিকে পার্টানারশীপ কোম্পানি বলা হয়।

 

প্রাইভেট লিমিটেড কোম্পানিঃ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য মিনিমাম 2 জন এবং মেক্সিমাম 50 জন মালিক/অংশীদার/শেয়ার হোল্ডার থাকতে হয়। তবে এদের ভিতর কিছু মানুষ পরিচালনা পর্ষদে থাকে এবং বাকিরা কোম্পানির মালিকানা অংশীদার হিসেবে থাকবে। এটা নির্ভর করে যার যার ইনভেস্টমেন্ট এবং অনুষাঙ্গিক বিষয়ের উপর।

 

পাবলিক লিমিটেড কোম্পানিঃ পাবলিক লিমিটেড কোম্পানি গুলোতে মিনিমাম সিলিং আছে। কিন্তু মেক্সিমাম সিলিং নাই। এখানে মিনিমাম 3 জন ডিরেক্টর এবং মিনিমাম 7 জন শেয়ার হোল্ডার থাকতে হবে। এদের ভিতর ডিরেক্টররা সরাসরি কোম্পানি পরিচালনা পর্ষদে থাকবে এবং শেয়ার হোল্ডার’রা সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। কারা ডিরেক্টর লেভেলে যাবেন কারা শেয়ার হোল্ডার থাকবেন এসব কিছু বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভর করে।

তারভিতর উল্লেখযোগ্য, কোম্পানিতে ইনভেস্টমেন্ট, কোম্পানির কতভাগ অংশীদারিত্বে আছেন? ব্যাক্তির ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, অনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।

 

আশাকরি বুঝতে পেরেছেন। তবুও যদি আরো জানতে চান তাহলে ভ্রমন করুন আমাদের সাইটের ফ্রী কোর্সটি তে। ফ্রী কোর্সটি উপভোগ করতে পারেন শুধুমাত্র আপনার ইমেইলটি ভেরিফাই করার মাধ্যমেই।

2024 Learners Lamp

গোপনীয়তা নীতি ব্যবহারের শর্তাবলী