পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায় কিছু সুবিধা, অসুবিধা এবং কিছু চ্যালেন্জ থাকবে এটাই স্বাভাবিক। আমদানি, রপ্তানি, ইনডেন্টিং ব্যবসাও তার ব্যতিক্রম নয়। চলুন এই ব্যবসাগুলোর সুবিধা, অসুবিধা এবং চ্যালেন্জ গুলো আমরা একটু ডিসকভার করি। প্রথমেই আসি, -
আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং ব্যবসার সুবিধাসমূহ নিয়েঃ
প্রত্যেকটা ব্যবসার মত আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং ব্যবসায় ও বেশকিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। তবে আমাদের দেখতে হবে কোন পাল্লাটা সবচেয়ে বেশি ভারী? সুবিধা? না অসুবিধা? আসুন একটু দৃষ্টিগোচর করি…
সুবিধার কথা যদি বলি অনেকেই মুনাফা টাকে প্রায়োরিটি দিবেন।
1. মুনাফা তো অবশ্যই করবেন। যেকোন বিজনেসের ফান্ডামেন্টাল অবজেট ই হলো মুনাফা করা। তবে এখানে মুনাফার সাথে সাথে আরো বেশকিছু এক্সট্রা সুবিধা আপনি পাবেন। যেমন ধরুনঃ
2. কোন ধরনের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ছাড়াই আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারেন।
3. ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে জানতে পারবেন অন্যদের চেয়ে বেশি।
4. নতুন নতুন পণ্য এবং মার্কেট সম্পর্কে ধারণা পাবেন সহজে।
5. প্রযুক্তির যতই উন্নয়ন ঘটুক, আপনার এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পসিভিলিটি 0.0001%
6. আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং ব্যবসায় আপনার মার্কেট থাকে বড়। তাই লার্জ স্কেলে ব্যবসা করার সুযোগও আছে বেশি।
7. সবচেয়ে বড় ব্যাপার হলো এই ব্যবসার মাধ্যমে আপনার একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরী হয়। যা অন্য কিছুর মাধ্যমে পাওয়া অনেক কঠিন। যেটা আপনার নানা দিকে সম্ভাবনার অনেক দ্বার খুলে দিতে পারে।
8. ইনডেন্টিং ব্যবসার মাধ্যমে স্বল্প পুজিতে একটা দীর্ঘস্থায়ী টেকসই ব্যবসা করতে পারবেন।
9. ইনডেন্টিং ব্যবসায় নতুন নতুন প্রোডাক্টেরও অটো ফ্যাসিলিটি পাওয়া যায়।
10. এটা এতটাই সাসটেইনেবল যে জেনারেশান বাই জেনারেশান এর সুফল ভোগ করা যায়। এছাড়াও আরো বহুবিধ সুবিধা আছে। যা আপনি সময়ের সাথে সাথে উপলব্ধি করতে পারবেন।
আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং ব্যবসার অসুবিধাসমূহঃ
শুধু সুবিধাই পাবেন, কিছু অসুবিধা ফেস করতে হবে না তা কেমনে হয়! আসুন অসুবিধাগুলো জানি, -
1. এই ব্যবসায় একটা ভুল প্রোডাক্ট বা ভুল সাপ্লায়ার আপনাকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে।
2. ডকুমেন্টস রিলেটেড অনেক ধরনের ইস্যু থাকে, যেগুলোর কারণে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
3. এছাড়া পেমেন্ট ইস্যু, শিপমেন্ট ইস্যু, ফ্রেইট ইস্যু এধরনের নানান ইস্যু থাকবে। যেগুলো আপনাকে প্রতিনিয়তই ফেস করতে হবে।
4. ফেইক সাপ্লায়ারের কিছু ইস্যু আছে। যেটা আপনাকে তাৎক্ষনিক ধ্বংস করে দিতে পারে।
5. ওভারঅল একটাই সারসংক্ষেপ, সেটা হলো নলেজ গ্যাপ। আপনার যদি এসব ব্যাপারে নেলেজ গ্যাপ থাকে তাহলে আপনাকে সমস্যায় পড়তেই হবে।
আমদানি, রপ্তানি ও ইনডেন্টিং ব্যবসার চ্যালেন্জ গুলো কি কি?
এই যে অসুবিধাগুলোর কথা বললাম, এই অসুবিধাগুলো ওভারকাম করাই আমার আপনার জন্য চ্যালেন্জ। দেখুন পৃথিবীতে এমন কোন প্রফেশন নাই যেখানে চ্যালেন্জ নাই। আর ঐ চ্যালেন্জ মোকাবেলা করার জন্য আপনাকে ঐ পার্টিকুলার বিষয়ে খুব ভালো ধারণা রাখতে হবে। নতুবা কন্টিনিউ আপনি বিপদে পড়বেন।
এই বিপদ এড়ানোর জন্য আমাদের সাইটের ফ্রী কোর্সটি উপভোগ করতে পারেন শুধুমাত্র আপনার ইমেইলটি ভেরিফাই করার মাধ্যমেই।