ইনডেন্টিং ব্যবসার; বিজনেস ব্লু প্রিন্ট।
ইনডেন্টিং যার সহজ বাংলা হলো কমিশন ভিত্তিক এজেন্ট ব্যবসা। ইনডেন্টিং ব্যবসা সম্পর্কে সকলের খুব বেশি জানাশোনা না থাকলেও এটি খুবই চমৎকার একটা ব্যবসা। অল্প পুজি বা কোন ধরনের রিস্ক ছাড়া যতগুলো আন্তর্জাতিক ব্যবসা আছে, ইনডেন্টিং সেগুলোর ভিতর অন্যতম। ইনডেন্টিং একটি দীর্ঘস্থায়ী টেকসই আন্তর্জাতিক বাণিজ্য। এই ব্যবসাটির সবচেয়ে মজার দিকটি হলো, এক প্রজন্ম শুরু করলে কয়েক প্রজন্ম ধরে তার সুফল ভোগ করতে পারে। এ ব্যবসাটি করার জন্য আপনাকে যে বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিতে হবে তাহলো আমদানি ও রপ্তানি ব্যবসাগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানাতে হবে। তাহলে ইনডেন্টিং ব্যবসা করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে।
ইনডেন্টিং ব্যবসা জন্য প্রয়োজনীয় সকল দিক বিবেচনা করেই আমরা আমাদের এই কোর্সটি আপনাদের জন্য এমন ভাবে ডিজাইন করেছি, যেন আপনি বাংলাদেশে বসেই পৃথিবীর যেকোন দেশের যেকোন কোম্পানির এজেন্ট হিসেবে এ দেশে কাজ করতে পারেন। তার প্রত্যেকটি কর্মপ্রক্রিয়া আমরা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করেছি এবং ডকুমেন্ট সহকারে হাতে-কলমে শিখিয়েছি।
মনে রাখবেন, ইনডেন্টিং ব্যবসার উপর অনলাইনে প্রচুর পরিমানে কন্টেন্ট পাবেন। বাট প্রশ্ন হচ্ছে, কতটা গোছানো অর্গানাইজড ওয়েতে আপনি এই কন্টেন্টগুলো পাচ্ছেন? আমরা আমাদের এ কোর্সের সবগুলো মডিউল সেইভাবেই সাজিয়েছি, যেভাবে আপনি যেকোন দেশের যেকোন কোম্পানির এজেন্সীশীপ নিয়ে এদেশে কাজ করতে পারেন।
এ কোর্সটি থেকে কারা কারা বেনিফিশিয়াল হবেন?
শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, চাকরিজীবী, তরুন উদ্যোক্তা, এফ কর্মাস, ই-কর্মাস, ছোট এবং মাঝারী ব্যবসায়ী, সবার জন্যই এ কোর্সটি একটি সম্ভাবনার দ্বার খুলে দিতে সক্ষম। কারণ আপনাদের কথা এবং চাহিদাকে মাথায় রেখেই আমরা আমাদের এ কোর্সটি সাজিয়েছি।
আমাদের এই কোর্সে আপনি যা যা পাচ্ছেন?
একটা ইনডেন্টিং ব্যবসা শুরু করার জন্য কোম্পানির ফর্মেশন থেকে ধরণ। এগ্রিমেন্ট, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ই আর সি (ইনডেন্টিং) পর্যন্ত। প্রত্যেকটা প্রয়োজনীয় লাইসেন্স এবং সার্টিফিকেটগুলো দেখানো শেখানো এবং নেওয়ার পদ্ধাতিগুলো ব্যাখ্যা করা হয়েছে। যাতে করে সবগুলো অফিশিয়াল ডকুমেন্টস নিয়ে আপনি নিজেকে একজন লিস্টেড বৈধ ইনডেন্টর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
তারপর আমরা শিখিয়েছি যেকোন ইন্ডাস্ট্রিতে ইনডেন্টিং ব্যবসা করার পুরো প্রক্রিয়াটি। এখানে আপনি পাচ্ছেন।
ü কিভাবে একটা প্রফেশনাল ইমেইল তৈরী করবেন। কোন ধরনের প্রফেশনাল এপ্রোচ করলে আপনার ইমেইলের উত্তর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে 99%।
ü একটা চমৎকার অর্ডার জেনারেট করার জন্য আপনার ম্যানুফেকচারার বা সাপ্লায়ারের সাথে কতগুলো পয়েন্টের উপর আপনাকে প্রপার ওয়েতে নেগোসিয়েশান করতে হবে।
ü এই ব্যবসাটিতে কতগুলো শিপিং টার্মস আছে? কোন শিপিং টার্মস ঠিক কিভাবে কাজ করে? কোন শিপিং টার্মস এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? আপনার কখন কোন শিপিং টার্মস এ কাজ করা উচিত? এসব নিয়ে বিস্তারিত।
ü তারপর আমরা দেখিয়েছি এই ব্যবসা গুলোতে কতগুলো পেমেন্ট টার্মস আছে? প্রত্যেকটা পেমেন্ট টার্মস ঠিক কিভাবে কাজ করে। আপনার কখন কোন পেমেন্ট টার্মস এর উপর কাজ করা উচিত। কোন পেমেন্ট টার্মস এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি?
ü কিভাবে আপনার কাস্টমারকে প্রাইজ কোটেশান করবেন দেখিয়েছি সেই ফরমেটটিও।
ü কিভাবে বিদেশী কোম্পানিগুলোর সাথে এজেন্সী এগ্রিমেন্ট করবেন, শিখিয়েছি সেই কৌশল টি ও।
ü তারপর আমরা শিখিয়েছি প্রয়োজন হলে কিভাবে আপনার কাস্টমারের জন্য সাপ্লায়ারের কাছ থেকে সেম্পল চাইবেন সেই পদ্ধতি টি ও।
ü সারা পৃথিবীতে মোট কত ধরনের এলসি ব্যবহার করা হয়। বাংলাদেশে কোন এলসিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কোন এলসির সুবিধা এবং অসুবিধা গুলো কি কি? আপনার কখন কোন এলসি টা ব্যবহার করা উচিত? এসব কিছু নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি।
ü তাছাড়াও কোন কারনে এলসিতে যদি কোন ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক কোন প্রফেশনাল ওয়েতে এল সি এ্যামেডমেন্ট করে দিবেন, তা দেখিয়েছি।
ü দেন শিখিয়েছি একটা আদর্শ প্রফোর্মা ইনভয়েস কিভাবে তৈরী করবেন। কোন কোন পয়েন্টগুলো আপনার প্রফোর্মা ইনভয়েসে অবশ্যই থাকতে হবে।
ü পাশাপাশি আমরা দেখিয়েছি একটা সেলস কন্ট্রাক্টে বা বায়িং কন্ট্রাক্টে কোন কোন ক্লজগুলো থাকলে আপনার রিস্ক ফ্যাক্টর একেবারেই থাকবে না।
ü এরপর আমরা শিখিয়েছি এ ব্যবসায় কতগুলো ব্যাসিক এবং স্পেশাল শিপিং ডকুমেন্টস আছে। প্রত্যেকটা শিপিং ডকুমেন্টস ইনডিটেইলস শেখানো হয়েছে।
ü যার প্রত্যেকটা টপিক ইন ডেফথ প্রাকটিক্যাল এবং ডকুমেন্টেশিয়ালী শিখানো হয়েছে।
ü প্রত্যেকটা টপিকের সাথে পাচ্ছেন রিলেভেন্ট ডকুমেন্টস সমূহ। যা আপনি নিজে নিজে এনালাইসিস করতে পারবেন খুব সহজে।
ü এছাড়াও আরো বেশকিছু ছোটখাট এবং গুরুত্বপূর্ণা হিডেন ইস্যু গুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
আশাকরি এ কোর্সটি আপনার ইনডেন্টিং ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে দারুনভাবে হেল্প করবে। আর যদি আপনি চাকরিজীবী বা অন্য যেকোন পেশার ই হয়ে থাকেন না কেন, আপনার ক্যারিয়ার কে পরবর্তী ধাপে নিয়ে যেতে এ কোর্সটি দারুন ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।